লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া

ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া

কিযে যন্ত্রনা এই পথচলা

কিযে যন্ত্রনা এই পথচলা

বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া

ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া

কিযে যন্ত্রনা এই পথচলা

বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা

হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে

এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে

হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে

এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে

কিযে যন্ত্রনা এই পথচলা

বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া

ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া

আকাশে চাঁদ ছিল একা

পাহাড়ি ঝর্ণা ঝরা

তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি

আকাশে চাঁদ ছিল একা

পাহাড়ি ঝর্ণা ঝরা

তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি

সে ব্যথা বোঝার আগে

হারিয়ে তোমাকে

তোমাকে হারিয়ে বেদনা ঝরেছে হৃদয়ে

কিযে বেদনা তুমি বোঝনা

তোমাকে ভুলে থাকা কোনদিন বুঝি হল না।

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া

ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া

কিযে যন্ত্রনা এই পথচলা

কিযে যন্ত্রনা এই পথচলা

বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া

ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া

কিযে যন্ত্রনা এই পথচলা

বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা

Likhte Parina kono Gaan – james ।। With Lyrics video song

likhte parina kono gaan lyrics

likhte parina kono gan lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

Leave a Reply