পান্ডুলিপি, ভাষ্য, ঢীকা, কালি আর কলমের পরেও
আমি তোমাকে চাই।
বর্ণমালা বা স্বরবর্ণে তোমার দেখা চাই
ধ্বনি বা বাগধারায় তোমায় খুঁজে পায়৷
তুমি শিশিরের ভোর হবে
আমি আলো হয়ে দেখা দিতে চাই,
একাদশ চরণে তোমায় পায়
স্বরবর্ণের শেষ অক্ষরে তোমায় মেলায় ।
ভোরের কিরণ হয়ে তোমায় ছুতে চাই
মেঘের বাদল হয়ে তোমায় ভেজাতে চাই,
সকাল-সন্ধ্যায় তোমায় ছুতে চাই
রাতের নিশীতে পরশ হতে চাই ।
কোন এক বিকেলে চায়ের কাপে
কোকিলের বেশে ঠোঁট দিতে চাই,
বিকেলের কাঁশ বনে তোমার আচঁলে
ফুলের সুভাসে হারিয়ে যেতে চাই ।
নীল পাহাড়ে তোমায় নিয়ে
মুগ্ধ হয়ে রোমাঞ্চিত হতে চাই,
কোন এক সকালে শিশির হয়ে
তোমার গায়ে স্পর্শ করতে চাই।
প্রদীপের আলোয় বিভেদ কাটিয়ে
তোমার হতে চাই,
বর্নমালা বা স্বরবর্ণের পরে
আমি তোমাকেই চাই।
Writer: মোস্তাক আহম্মেদ সাগর
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1