মানুষ যখন পথ চিনিবার জন্য চেষ্টা ও পরিশ্রম করে তখন আমি তাহাদিগকে আমার পথ চিনাইয়া থাকি৷ – পারা 21, সুরা আনকাবুত-7

— আল কোরআন

রঙিলা রঙিলা রঙিলা রে

রঙিলা রঙিলা রঙিলা রে
সুরকারঃ পল্লীকবি জসিম উদ্দিন

গীতিকারঃ পল্লীকবি জসিম উদ্দিন

রঙিলা রঙিলা রঙিলা রে
আমারে ছাড়িয়ারে বন্ধু, কই গেলা রে
কই গেলা রে বন্ধু, কই রইলা রে
আমারে ছাড়িয়ারে বন্ধু কই গেলা রে
তুমি হইও চাঁন্দরে বন্ধু, আমি গাঙের পানি
জোয়ারে ভাটাতে হবে, নিতই জানাজানি রে…. নিতই জানাজানি
তুমি হইও ফুল রে বন্ধু, আমি হবো হাওয়া
দেশ বিদেশে ফিরবো আমি, হইয়া পাগেলারে…. হইয়া পাগেলা
সেকালে কইছিলারে বন্ধু, হস্ত দিয়া মাথে
তোমার মালার ফুল হইয়া, ফুইটা রব সাথে রে…. ফুইটা রব সাথে
খালি কণ্ঠ খালি রইল, না পরিলাম মালা
না আইলো মোর প্রাণের পতি, ডুইবা গেলো বেলা রে…. ডুইবা গেলো বেলা

rongila rongila o rongila re lyrics

amare chariya bondhu koi roila re lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0