সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো।

— গৌতম বুদ্ধ

যেতে দাও, আমায় ডেকো না

গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদারসুরকার : রাহুল দেববর্মণ
🎤 আশা ভোঁসলে

যেতে দাও, আমায় ডেকো না
যেতে দাও, আমায় ডেকো না
কবে কী আমি বলেছি, মনে রেখো না
যেতে দাও, আমায় ডেকো না
কিছু বলবে কী
না না না পিছু ডেকো না
যেতে দাও, আমায় ডেকো না
তুমি ভরে নিও বাঁশি ওগো সুর থেকে সুরে
নয় চলে যাবো আমি শুধু দূর থেকে দূরে
তুমি ভরে নিও বাঁশি ওগো সুর থেকে সুরে
নয় চলে যাবো আমি শুধু দূর থেকে দূরে
এই তাসেরই ঘর বেঁধে তুমি ভেঙে দিও না
যেতে দাও, আমায় ডেকো না
কাঁচেরই ঝাড়বাতি নেভে সময় হলে
প্রেম যে মোমের আলো জ্বালায় শুধু জ্বলে
তাই, কাঁচেরই ঝাড়বাতি নেভে সময় হলে
প্রেম যে মোমের আলো জ্বালায় শুধু জ্বলে
প্রদীপেরই শিখায় পড়ে মরুক প্রজাপতি
হায়, এমনি করে আসে শুধু লাভ থেকে ক্ষতি
এই হিসাবেরই খাতা আর খুলে দেখো না
যেতে দাও, আমায় ডেকো না
কবে কী আমি বলেছি মনে রেখো না
যেতে দাও, আমায় ডেকো না
Music
SONG
Jete Dao Amay Dekona
ARTIST
Asha Bhosle
ALBUM

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply