Silence gives answers.

যার কারণে ছাড়লাম আমি জগত সংসার

যার কারণে ছাড়লাম আমি জগত সংসার
তবুও সে পাষান বন্ধু হইলো না আমার
আমার দুঃখে কাঁদে আকাশ কান্দেরে জমিন
নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার,
সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই,
নিতে তোর খোঁজ
জলে নেভে জোনাকি দিয়ে যায় আলো
তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো?
এ ভরা জোছনায় তুই কার পাশে?
কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার,
সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই,
নিতে তোর খোঁজ।
এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই
রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়
তখন যদি হায় তোরে না পাই
নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার,
সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই,
নিতে তোর খোঁজ।

jar karone charlam ami jogot o songsar lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0