অজ্ঞতার মধ্যে জ্ঞানের বিস্তার যেন অন্ধকারের মধ্যে আলোর প্রবেশ

— ব্রেশি

যাবো মেঘের দেশে

Jabo Megher Deshe (যাবো মেঘের দেশে)- CHITROPOT

জানালার গরাদ বেয়ে,
যখন নেমে আসে চাঁদ।
অবাক সময়, ঠাঁয় দাঁড়িয়ে,
ফেরার আশায় আবার।।

তখন তুমি এসে, ডাকবে আমায়।
যাবো মেঘের দেশে, দূর পাহারায়।

আমার শহরে রঙ হারিয়েছে,
মানুষ জমেছে লাশকাটা ঘরে।
মেঘগুলো এসে, রোদ মুছে গেছে,
হারিয়ে গেছে সব অন্ধকারে।

তখন তুমি এসে হারালে কোথায়?
যাবো মেঘের দেশে, আয় ফিরে আয়।

আমার শহর বাড়তে থাকে,
ভীষণ রঙ বাহারে,
এ শহরে অপু দূর্গারা বড্ড অনাহারে।

Jabo Megher Deshe (যাবো মেঘের দেশে)- CHITROPOT

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply