যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানালার কাঁচ
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচ-কানাচ
আঙ্গুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান-শোনা কি?
জানলায়ে গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখ এ আবেগ…
যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানালার কাঁচ
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচ-কানাচ
যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচ-কানাচ
আঙ্গুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান-শোনা কি?
জানলায়ে গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখ এ আবেগ
jao pakhi bolo hawa cholo cholo lyrics
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1