তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না৷ –49:12

— পবিত্র কোরআন

মাছ

জলের তলায় ডুবে যাচ্ছে মাছ

এমন মাছ কখনও দেখিনি

আমারা স্থলচর

             জলের নিকটে যেতে পারি নাকো 

ঢেউ গুনে গুনে ঘুমিয়ে যাই

সারারাত মাছেদের মৈথুনের ঘরবাড়ি

ভরে যায় চাঁদের আলোয়।

মাছেরা সিনেমা বানায়

ঢেউ তোলে, রঙিন সব ঢেউ।

সকালবেলায় দেখি কিছু কিছু চুমু ভেসে ওঠে

              চুমুকে ছেঁকে আমরা ঘরে আনতে চাই 

কিন্তু আমাদের জল কই?

চোখের জলের নদীতে চুমু নয়

স্বপ্নের মরা লাশ ভাসে

Writer: তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply