#কাব্যগ্রন্থ_বিষাক্ত_হোমোস্যাপিয়ান্স
#শাওন মল্লিক
মহাকাশ থেকে বলছিলাম….
এখানে এসে দেখি সবাই বিক্ষোভে নেমেছে
কারণ তারা দেখেছে মহাকাশে এসে…
জাত পাত সব গ্রাস করেছে ধর্ম…
হ্রাস করেছে ভালোবাসা….
তাদের গ্রাস করে তীব্র তাপ বিচরনকারী অগ্নিকুণ্ড….
আবার দেখি….
অন্তমিলের আড়ালে মিলিয়ে যাচ্ছে…
হীরকচূর্ণ ভালোবাসা….
মিলিয়ে দিচ্ছে মহাকাল…..
মহাকাশে এসে..
মহাকাল থেকে শুনছিলাম
মহাকাল থেকেই শুরু….
মহাকালেই শেষ….
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1