না বুঝলে কি করার ? না শুনলে কি বোলি ?
জানে না ওর কিসেতে ক্ষতি , আবেগে বেঁচে খালি..
কোনো মানে নাতো বাঁধা,
কোনোইতো বারোনি..
ফিরে চলে বারেবার , হারাতে যা হারেনি ,
মুঠো কষ্ট চেপে দুহাত , চোখ বিরহে ভারি ..
ভেঙেছে মন সে ক্ষোভে , দিবে জীবনই নাকি
দীর্ঘশ্বাসে মোহে ভরা ধুয়োর ঘ্রাণ ,
মাতাল ঘোরে রাত্রি জেগে সকাল …
কালো বদ্ধ ঘরে , নিথর সারা বেলায়
থেমে থেমে শরীর কাপে , হানে স্মৃতিরা ব্যাথাই
বিকেল ঘনায় এলে , অশান্ত শুরু লাগাই ..
বিষাদে ডুবে শুয়ে , কোনো দেখে না উপায়,
ভিতরে খুড়ো ভেঙে পারেনি , জোড়া দিতে কখনোই
কত কাল এসে চোলে , তবু তার মনে ঘা না শুখায় ,
সে ওই দুঃখেই আগুনে জীবন উড়ায়
কোনো মায়া না পিছু টানি না থামায় ..
বদলালো নাই, ক্রমশ হোয়ে ক্ষয়েই , কিছু করে নাহি ভয় ,
হেটে হেটে খালি পায়ে ,পথে পথে হারায় ,
কদাচি ফিরে বাড়ি ,
কত ভালো না বেসেও , তারে বাধা যায়নি
উঠে গেছে মন ওর থেকে পৃথিবীর
বাঁচতে থাকার পায়নাতো কারোনি
ওরে কিছুই না ভুলায় , রয়েই কাঁচা ক্ষতই
তিক্ত স্বাদের চাওয়া পাওয়া জীবনই
মরণইচ্ছা জোর কমে নাতো কখনি
Popeye (Bangladesh) – Morron Iccha (মরণইচ্ছা) Official Lyrics