মন বলেছে সঙ্গে আছি

মন বলেছে সঙ্গে আছি
মেনো না কোন বাধা,
যেমন করে কানুর পাশে
থাকে তাহার রাধা।

মনের ডাককে কী করে আমি
করবো উপেক্ষা ?
কতদিন পর মিলবো মোরা
মিটিয়ে অপেক্ষা।

কানুর বাঁশির সুরে চলো
গাইবো প্রেমের গান,
একান্তে আজ কাটাবো সময়
ভুলিয়া পিছুটান।

হৃদয় দিয়ে বাসবো ভালো
জড়িয়ে রাখবো বুকে,
আগলে রাখবো সারাজীবন
তোমায় সুখে দুঃখে।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

Leave a Reply