হাত ধরেছি হাঁটছি পথে
কড়া দুপুর জোছনা রোদে
ভিজে বিকেল চুল উড়ে যায়
মন ভিজে যায় দূর্বা ঘাসে
শান্ত নীরব রাতের কোণে
বিজলী হাসি চিলকি মারে
তাল যমুনার বান কেটেছে
দুয়ার ধরে ভাসছি হাতে
ভাসছি হাতে তোমার হাত খুঁজেছি
ভাসছি হাতে তোমার হাত খুঁজেছি
সেই সে দুপুর সেই সে রাতে
ভাসছি আহা খুঁজছি আহা
ভাবছি আহা ভাসছি আহা
খুঁজছি আহা ভাবছি আহা
ভাবনা বিলাস ভাবনা সুখে
নাকের ফুলে কানের দুলে দোদুল দোলে
তাল হারাবার নিঠুর তালে
এই মহাকালে…..
Bhashchi Aha | ভাসছি আহা | Krishno Koli | একতারে আমি তুমি | কৃষ্ণ কলি | Bangla Popular Song
Song: Bhashchi Aha – ভাসছি আহা Singer: Krishno Koli – কৃষ্ণ কলি Album: Ektare Ami Tumi – একতারে আমি তুমি Lyrics: Krishno Koli – কৃষ্ণ কলি Composition: Leemon, Moon – লিমন, মুন Produced By: Ektaar Music Ltd. – একতার মিউজিক প্রযোজিত।