অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে। কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না।

— – হুমায়ূন আহমেদ

ভাসছি আহা

Bhashchi Aha | ভাসছি আহা | Krishno Koli | একতারে আমি তুমি | কৃষ্ণ কলি | Bangla Popular Song

হাত ধরেছি হাঁটছি পথে
কড়া দুপুর জোছনা রোদে
ভিজে বিকেল চুল উড়ে যায়
মন ভিজে যায় দূর্বা ঘাসে

শান্ত নীরব রাতের কোণে
বিজলী হাসি চিলকি মারে
তাল যমুনার বান কেটেছে
দুয়ার ধরে ভাসছি হাতে

ভাসছি হাতে তোমার হাত খুঁজেছি
ভাসছি হাতে তোমার হাত খুঁজেছি
সেই সে দুপুর সেই সে রাতে

ভাসছি আহা খুঁজছি আহা
ভাবছি আহা ভাসছি আহা
খুঁজছি আহা ভাবছি আহা
ভাবনা বিলাস ভাবনা সুখে

নাকের ফুলে কানের দুলে দোদুল দোলে
তাল হারাবার নিঠুর তালে
এই মহাকালে…..

Bhashchi Aha | ভাসছি আহা | Krishno Koli | একতারে আমি তুমি | কৃষ্ণ কলি | Bangla Popular Song

Song: Bhashchi Aha – ভাসছি আহা Singer: Krishno Koli – কৃষ্ণ কলি Album: Ektare Ami Tumi – একতারে আমি তুমি Lyrics: Krishno Koli – কৃষ্ণ কলি Composition: Leemon, Moon – লিমন, মুন Produced By: Ektaar Music Ltd. – একতার মিউজিক প্রযোজিত।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply