I am so clever that sometimes I don’t understand a single word of what I am saying.

— Oscar Wilde

বাজনা

এই তো সেদিন মুনু কাকির ঘর থেকে ফেরার পথে দেখলাম বিযে বাড়ি তে বাজনা ওয়ালা রা বাইরে দাড়িয়ে দাড়িয়ে বাজনা বাজিয়ে চলেছে।দেখে আবাক হলাম যে বা যারা এই বাদ্যযন্ত্র বাজিয়ে চলেছে সে আদ্য কি বর ব উ কে চেনে।চেনে না কিন্তু একসুরে বাশি বাজিয়ে চলেছে পেটের দায়ে।একমুঠো ভাতের জন্য কেউ চুরি করে কেউ ঝাড়ু মারে কেউ ঘর ছেড়ে বিদেশে যায় কেউ বাজনা বাজায়।
এই বাজনার যে সুখ সেটা কি না বজালে হত না ।বিনা বাজনার কি বিয়ে হতে পারে না ।অথবা বাদ্যযন্ত্র ওয়ালা দের বিনা পরিশ্রমে যদি টাকা দেওয়া যেত তাহলে কি খুব খারাপ হত।

ক্রমশ চলবে…..

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply