The best and most beautiful things in the world cannot be seen or even touched – they must be felt with the heart

— Helen Keller

বাঙালী সংস্কৃতি হিন্দুয়ানী

বাঙালী সংস্কৃতি হিন্দুয়ানী
Bangali Sanskrity Hinduani
কথা, সুর ও শিল্পী : অর্জুন বিশ্বাস
[বাঙালী সংস্কৃতি
যত সব রীতিনীতি
সবই নাকি হিন্দুয়ানী!
সমালোচকের বাণী]-২
[পহেলা বৈশাখ উদযাপন,
বাঙালির বর্ষবরণ]-২
যারা মঙ্গল শোভাযাত্রী তারা নাকি অন্ধ!
[ধর্ম সংস্কৃতি নিয়ে এই/যত দ্বন্দ্ব]-৪
[সংস্কৃতি ও ধর্ম কখনো তো এক নয়
সংস্কৃতি হলো জাতির পরিচয়]-২
জাতির পূর্বসূরীদের আচার-আচরণ,
জীববৈচিত্র্য,মানুষের জীবনযাপন
এই সবকিছুর প্রকাশে পালনেই আনন্দ!
[ধর্মের সাথে সংস্কৃতির নাই দ্বন্দ্ব]-৩
তবু ধর্ম-সংস্কৃতি নিয়ে যত দ্বন্দ্ব!
[এই জনপদে নানান ধর্মের মানুষের বসবাস
সবাই তো এক-বাঙালী যুগ যুগের ইতিহাস]-২
যার যার ধর্ম সে সে করছে পালন,
অসাম্প্রদায়িক চেতনা করছে লালন।
সংস্কৃতির চর্চা পালন হয়নি বন্ধ।
[ধর্মের সাথে সংস্কৃতির নাই দ্বন্দ্ব]-৩
তবু ধর্ম-সংস্কৃতি নিয়ে যত দ্বন্দ্ব!
[ধর্মসত্তা-জাতিসত্তা দুটোই আলাদা,
সংস্কৃতি পালনে ধর্ম নয় বাধা]-২
সকল ধর্মের উর্দ্ধে সবার বাঙালীয়ানা,
সংস্কৃতি চর্চায় হয়না ধর্মটা কানা।
এই সংস্কৃতির মধ্যেই আছে শেকড়ের গন্ধ।
[ধর্মের সাথে সংস্কৃতির নাই দ্বন্দ্ব]-৩
তবু ধর্ম-সংস্কৃতি নিয়ে যত দ্বন্দ্ব।
বাঙালী সংস্কৃতি
যত সব রীতিনীতি
সবই নাকি হিন্দুয়ানী!
সমালোচকের বাণী
[পহেলা বৈশাখ উদযাপন,
বাঙালির বর্ষবরণ]-২
যারা মঙ্গল শোভাযাত্রী তারা নাকি অন্ধ!
[ধর্ম সংস্কৃতি নিয়ে এই/যত দ্বন্দ্ব]-৪

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply