সদুপদেশ গ্রহন করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খণ্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার। আত্মপ্রশস্তি ও অহংকার মানুষকে নিম্নস্তরে নিয়ে যায়।

— ইমাম গাজ্জালি (রহঃ)

বনমালী (গো) তুমি পরজনমে হইও রাধা

বনমালী (গো) তুমি পরজনমে হইও রাধা
আমি মরিয়া হইবো শ্রীনন্দের নন্দন
তোমারে বানাবো আধা
তুমি আমারই মতন জ্বলিও জ্বলিও
বিরহ কৃষ্ণ নাম গলেতে পরিও
তুমি যাইও যমুনার ঘাটে
না মানি ননদিরও মানা
তুমি আমারই মতন কান্দিয়া কান্দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও
তুমি বুঝবে তখন নারীর বেদন
রাধার প্রাণে কত ব্যথা

bonomali tumi poro jonome hoyo radha lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply