‘ফেরা’
উৎসর্গ : যারা ঘরে ফেরেনি।
আকাশের ঐ নীলে
ভাবছি যাবো চলে
পথটা ভবঘুরে
ফেরে না, ফেরে না..
এতো এতো শহর
এতো এতো ঘর
এতো এতো তুমি আমি
সব কিছু পর
এতো গান এতো সুর
কত চেনা মন
সব মুখ কথা বলে
যাচ্ছি যখন..
চলে মন কাকে কোন
কথা বলে যায়
পায়ে পায় কে কোথায়
পৌঁছাতে চায়
দাঁড়ায়ে থাকে কে
চেনা মনে হয়
দূর থেকে ডেকে বলে
সব অভিনয়..
আকাশের ঐ নীলে
ভাবছি যাবো চলে
পথটা ভবঘুরে ফেরে না
ফেরে না..
হলোনা ফেরা হলো না..
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1