সদুপদেশ গ্রহন করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খণ্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার। আত্মপ্রশস্তি ও অহংকার মানুষকে নিম্নস্তরে নিয়ে যায়।

— ইমাম গাজ্জালি (রহঃ)

প্রণমি তোমায় দেবী সরস্বতী

দেবী সরস্বতী
Devi Saraswati
কথা: গোবিন্দ প্রামাণিক
সুর: রাজকুমার রায়
কণ্ঠ: রাঘব চট্টোপাধ্যায়
[নমঃ সরস্বতী দেবী সরস্বতী]-৪
প্রণমি তোমায় দেবী সরস্বতী
(নমঃ সরস্বতী দেবী সরস্বতী)-২
প্রণমি তোমায় দেবী সরস্বতী
[বিদ্যাদায়িনী ভক্তিদায়িনী]-২
তুমি যে মা ভগবতী
[সরস্বতী দেবী সরস্বতী]-৪
[তুমি সনাতনী হংসবাহিনী,
বিবেকদায়িনী মাগো জ্ঞানদায়িনী]-২
পুস্তক হস্তে চতুর্ভুজা তুমি,
তুমি যে অমৃত মুরতিমতী
[সরস্বতী দেবী সরস্বতী]-৪
[তুমি সুভাষিণী পদ্মে আসিনী,
চেতনাদায়িনী মাগো প্রেরণা প্রদায়িনী]-২
সারদা হয়ে মা এ ভব সংসারে,
তুমি যে ওগো মা পদ্মাবতী
[সরস্বতী দেবী সরস্বতী]-১০

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply