মাটির ঘর আলাে জ্বেলে দিচ্ছে আমাকে
একেবারে নতুন আলাে
মশাদের আর তােয়াক্কা করি না
খড়ের নুড়াের ধোঁয়ায় পােড়াই শ্লোগান
চাঁদের বাটি হাতে জ্যোৎস্না নেমে এলে
রাতের আধুলি দিই ওকে
আজ খুব ঘুমােবার সাধ
আজ রক্তজবার মতাে লাল অহংকার
Writer: তৈমুর খান
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1