Dream big. Start small. Act now.

— Robin Sharma

দোলে নন্দলালা দোলে দোলে দোলনায়

দোলে নন্দলালা দোলে দোলে দোলনায়
Dole Nandalala Dole Dole Dolonay
ছায়াছবি: মহাবীর কৃষ্ণ
গীতিকার: প্রবীর দত্ত
সুরকার: দিলীপ রায়
কণ্ঠ: জয়ন্তী সেন
[দোলে নন্দলালা দোলে দোলে দোলনায়
যশোদা দুলাল দোলে দোলে দোলে ঝুলনায়]-২
দোলে নন্দলালা দোলে দোলে দোলনায়।
[তুলতুল বাহু বাড়ায়ে মায়েরই গলা জড়ায়ে]-২
খিলিখিলি হাসি দিয়ে ভুবন ভরায়
দোলে নন্দলালা দোলে দোলে দোলনায়
যশোদা দুলাল দোলে দোলে দোলে ঝুলনায়
দোলে নন্দলালা দোলে দোলে দোলনায়।
[দেয় হামাগুড়ি বাজে পায়ে মল
শকটপালে কী সব টলমল!]-২
[দুরন্ত গোপালে মাগে মা যশোদা যে উদুখল
যমল-অৰ্জুন ভেঙে পড়ে গোপালের শ্রীপদতল]-২
[তোলে নন্দলালা তোলে তোলে সারা হায়
সারা বৃন্দাবন তোলে সারা মথুরায়]-২
তোলে নন্দলালা তোলে তোলে সারা হায়।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply