অতীতে বাস করবেন না, ভবিষ্যতের স্বপ্ন দেখবেন না, বর্তমান মুহূর্তে মনকে একাগ্র করুন।

— গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ

দেশভাগ : পঞ্চাশ বছর -জয় গোস্বামী

দেশভাগ : পঞ্চাশ বছর
জয় গোস্বামী
গরু ডাকছে, আমাদের পুরনো বাড়ির
সব গরু :
মুংলি নামে, ঘেঁটি নামে, লক্ষ্মী ও কমলা নামে
আমাদের পুরনো বাড়ির
সব গরু,
ডাকছে,
দুশো মাইল দূর থেকে…শুধু
গরু নয়, গরুর রাখালও ডাকছে, বাড়ির মুনিষও ডাকছে,
দোহাল করিমভাই, ঘুঁটে-দেওয়া কুমারী মেয়েটা…
ডাকছে, শুধু ওরা নয়, মেয়েটার খোঁড়া বাপ, মুনিষের
ছেলেমেয়ে,
রাখালের আধফোটা বউ…
বেড়ালের নাম মিঠু, সে-ও ডাকছে,
কুকুরের নাম ভোলা, সে-ও ডাকছে, হাঁস, মুরগি, খাল-বিল,
আমাদের রোদ, বৃষ্টি, ঝড়, গাছপালা
সবাই চিৎকার করে ডাকছে ওই পঞ্চাশ বছর ও-ও-ই পঞ্চাশ
বছর দূর থেকে
গলা
চিরে যাচ্ছে,
শুনতে পাচ্ছো না?

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0