দুরপাল্লার গাড়ি
লিখাঃ মুনতাসির রাকিব
ঘুড়ি,
সুতাকাটা ঘুড়ি।
কেহ তবে দেখিয়েছে বড় বাহাদুরি।
ছোট খাটো মানবের দল পিছু ছুটছে,
কোন বেটা ঘুড়ি কাটা হাতানোর ইচ্ছে।
পানি,
নদী ভরা পানি।
একি? দেখি কলশি হাতে কত রাণী।
পানিভরা কলসি কোমরে বসাচ্ছে,
এক রাণী বকছে, সব রাণী হাসছে।
ক্ষণিকন পরে
যাত্রাটা স্থির,
মনে হয় ওই দূরে যানজট ভীর।
থেমে থাকা বাধ্য
রেলগাড়ি অবাধ্য৷
রেল গাড়ি থামানোর নেই মোর সাধ্য।
রেলঘাট পার, দেখা
চায়ের টং
সবগুলো দেখে কিছু রমণীর ঢং।
কেহ দেখি হাসছে, চায়ে কি ডুবাচ্ছে
এক রাণী কলেজের পড়াটা বুঝাচ্ছে।
ব্যাগভরা বই,
যাচ্ছি যে বাড়ি।
মনে মনে কত বাহাদুরি।
শার্ট এর বাম দিকে রেখেছি টিকেট।
যাত্রাটা বড়, দূরপাল্লার গাড়ির। ২x
গাড়ি চলে,
ঘন্টা ধরে,
চোখ খুলে দেখি
সুর্য হেলে পড়ে।
বেলাশেষে চন্দ্র
করেনি অন্ধ,
পথ দেখা সোজা, লাগছে আনন্দ।
উড়ে,
বাদুরেরা উড়ে
গাছের ঢাল ধরে উলটো ঝুলে।
আহা কি নিস্তব্ধ
এ কোন শহর।
গাছের রাজত্বে নেই কোন বহর৷
খুব দ্রুত
গাড়ি মোর ছুটছে।
ড্রাইভার ঘুমহীন টিকা খেয়ে ভুগছে৷
ক্ষনিকর পর,
কমে গেলো গতি।
এই বুঝি হলো শেষ যাত্রা বিরতি।
কিছু দুর পর,
দেখা যাবে বাড়ি।
এই তবে স্মৃতি
দূর পাল্লার গাড়ির।
কিছু দুর পর,
দেখা যাবে বাড়ি।
এই তবে স্মৃতি
দূর পাল্লার গাড়ির।
ব্যাগভরা বই,
যাচ্ছি যে বাড়ি
মনে মনে কত বাহাদুরি।
শার্ট এর বাম দিকে রেখেছি টিকেট।
যাত্রাটা বড়, দূরপাল্লার গাড়ির।
প্লটঃ ছাত্রের ছাত্রাবাস থেকে নিজ বাড়ি যাওয়ার মধ্যখান সময়টিতে বাসের জানালা দিয়ে দেখা প্রতিটি চিত্রকে কেন্দ্র করে এই গান।
Durpallar Gari (Official Lyric Video) – Moontasir Rakib
Credits :
Lyric and Vocals : Moontasir Rakib
Guitars : Ektedar Sakin
Bass : Tahmid Rayan
Note : Try to share the link if you upload cut scene of the song. Do not upload the full song on other social media or youtube. Support and spread. Take Love.