থেমে গেছে বৃষ্টি, পালিয়েছে মেঘ
সেজেছে আকাশ দেখো নীলাম্বরে,
বাঁধ ভেঙ্গেছে সূর্যের হাসি আজ
বাতাস গাইছে গান মধুর সুরে।
থেমে গেছে বৃষ্টি, পালিয়েছে মেঘ
সেজেছে আকাশ দেখো নীলাম্বরে।।
জমেছে হৃদয় আমার ঘন আবেগ
পেতে চায় এ মন ভালোবাসার ছোঁয়া।
এই তো সময় আরও কাছে আসার
তুমি এসে বসো পাশে নিবিড় করে।
বাঁধ ভেঙ্গেছে সূর্যের হাসি আজ
বাতাস গাইছে গান মধুর সুরে।
থেমে গেছে বৃষ্টি, পালিয়েছে মেঘ
সেজেছে আকাশ দেখো নীলাম্বরে।।
তুমিতো ভালোবাসো দূর ওই নীল আকাশ
তবে কেন দূরে সোরে আছো বলো আজ?
হুঁ.. এই তো সময় আরও ভালোবাসার
তুমি এসে গড়ো বসত হৃদয় বাসরে।
বাঁধ ভেঙেছে সূর্যের হাসি আজ
বাতাস গাইছে গান মধুর সুরে।
থেমে গেছে বৃষ্টি, পালিয়েছে মেঘ
সেজেছে আকাশ দেখো নীলাম্বরে।।
থেমে গেছে বৃষ্টি লিরিক্স – মাহতিম সাকিব :
Theme geche bristi paliyeche megh
Sejeche akash dekho nilambore
Bandh vengeche surjer haasi aaj
Batas gaiche gaan modhur sure
Jomeche hridoy amar ghono abeg
Theme Geche Bristy Lyrics (থেমে গেছে বৃষ্টি) Mahtim Shakib
Song : Theme Geche Bristy
Singer : Mahtim Shakib
Lyrics : Jamal Hossain
Tune & Music : Ahmmed Humayun
Dop : Kawsar Ahmed
Edit & Colour : Tashfique Hossain
Produced and Distributed by : Rangon Music
Theme Geche Bristy Song Lyrics In Bengali