শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়
রবীন্দ্র সংগীত
কবিগুরুর ৮০ তম প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা 🙏❤️
🌹তোমায় গান শোনাবো
তাই তো আমায় জাগিয়ে রাখো
ওগো ঘুম-ভাঙানিয়া
তোমায় গান শোনাবো
চমক দিয়ে তাই তো ডাকো
বুকে চমক দিয়ে তাই তো ডাকো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
তাই তো আমায় জাগিয়ে রাখো
ওগো ঘুম-ভাঙানিয়া
তোমায় গান শোনাবো
চমক দিয়ে তাই তো ডাকো
বুকে চমক দিয়ে তাই তো ডাকো
এল আঁধার ঘিরে, পাখিএল নীড়ে,
তরী এল তীরে
শুধু আমার হিয়া বিরাম পায় নাকো
ওগো দুখজাগানিয়া ॥
আমার কাজের মাঝে মাঝে
কান্নাহাসির দোলা তুমি থামতে দিলে না যে।
আমার পরশ ক’রে প্রাণ সুধায় ভ’রে
তুমি যাও যে সরে–
বুঝি আমার সুরের আড়ালেতে দাঁড়িয়ে থাক
ওগো দুখজাগানিয়া ॥
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1