You know you’re in love when you can’t fall asleep because reality is finally better than your dreams.

— Dr. Seuss

তোমার নামে ভাঙা তরী

তোমার নামে ভাঙা তরী
দিলাম ভাসাইয়া
পারের নাইয়া
যেদিক খুশি সেদিক নিও বাইয়া।
আসুক বাতাস-নামুক বৃষ্টি
আমি দেবো না আর তাতে দৃষ্টি গো
আমি হা-হুতাশ করবো না দয়াল,
ঝড়ের আভাস পাইয়া।
পারের নাইয়া
যেদিক খুশি সেদিক নিও বাইয়া।
দয়াল তোমার নদী তোমারই নাও
বান-বন্যা ঝড়-তুফান তাও
তুমি ভাসাও কিংবা ডুবাও
আমায় দেখব না আর চাইয়া
পারের নাইয়া
যেদিক খুশি সেদিক নিও বাইয়া।
আমি মুক্তি পাবো কি পাবো না
এ সবকিছু তোমার ভাবনা
তোমার নকুল মরবে না অকারন
লাভ-ক্ষতির গান গাইয়া
পারের নাইয়া
যেদিক খুশি সেদিক নিও বাইয়া।
(শিল্পী-নকুল কুমার বিশ্বাস)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply