মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।

— কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম

তুমি কখন যে এসে চলে গেছো

তুমি কখন যে এসে চলে গেছো
Tumi Kokhon Je Eshe Chole Gecho
কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
সুর ও কণ্ঠ: হেমন্ত মুখোপাধ্যায়
[তুমি কখন যে এসে চলে গেছো,
ওগো জানিতে পারিনি]-২
বাতাস বলেছে এসেছিলে
তবু মানিতে পারিনি
তুমি কখন যে এসে চলে গেছো,
ওগো জানিতে পারিনি।
বলে ঝরাফুল,কত কেঁদেছি,
তারে অলখ বাঁধনে বেঁধেছি,
কত কেঁদেছি!
তবু এত করে তার
ও-দু’টি চরণ টানিতে পারিনি!
তুমি কখন যে এসে চলে গেছো,
ওগো জানিতে পারিনি।
[বাঁশি বলেছে,তুমি যেওনা,
ওগো,আমারে কাঁদাতে চেয়ো না!]-২
বলে দীপ ওই,আমি জ্বলেছি,
তুমি থাকো,তারে কত বলেছি
আমি বলেছি।
তবু এত করে তারে
ফিরায়ে যে আর আনিতে পারিনি!
তুমি কখন যে এসে চলে গেছো,
ওগো জানিতে পারিনি।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply