গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার: মান্না দে
🎤 মান্না দে
তুমি আর ডেকো না
তুমি আর ডেকো না
পিছু ডেকো না
আমি চলে যাই
শুধু বলে যাই
তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না
তুমি আর ডেকো না
আঁখিজল কভু ফেলো না
নিবিড় আঁধারে একা
আঁখিজল কভু ফেলো না
নিবিড় আঁধারে একা
নেভা দীপ আর জ্বেলো না
পথ আর চেয়ে থেকো না
পিছু ডেকো না
আমি চলে যাই
শুধু বলে যাই
তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না
তুমি আর ডেকো না
জানি মোর কিছু রবে না
তোমার আমার দেখা
এ জীবনে আর হবে না
আমার এ চলে যাওয়া
চেয়ে দেখো না
অকারণে ব্যথা পেয়ো না না
অকারণে ব্যথা পেয়ো না
হারালে যাহারে আজ
তারে আর ফিরে চেওনা
বেদনায় হাসি ঢেকো না
পিছু ডেকো না
আমি চলে যাই
শুধু বলে যাই
তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না
তুমি আর ডেকো না
তুমি আর ডেকো না
তুমি আর ডেকো না
Music
1 songs
Tumi Aar Deko Na lyrics
Manna Dey,Manna Dey
Hits Of Manna Dey Volume 2