Be a lamp, or a lifeboat or a ladder. Help someone’s soul heal.

তুমি আমার কত চেনা

তুমি আমার কত চেনা,
সে কি জানো না।।।
এই জীবনের আশা তুমি
তুমি যে ঠিকানা।
তুমি আমার কত চেনা,
সে কি জানো না।।
এই জীবনের আশা তুমি
তুমি যে ঠিকানা।
তুমি আমার কত চেনা
সে কি জানো না।
ভালবাসা কারে যে বলে
ভালবেসে তুমি শেখালে
এত কাছে এলে গো যেন
হৃদয়ে লুকিয়ে গেলে।
ভালবাসা কারে যে বলে
ভালবেসে তুমি বোঝালে
এত কাছে এলে গো যেন
হৃদয়ে লুকিয়ে গেলে।
তুমি আমার কত চেনা,
সে কি জানো না।।
আমি শুধু তোমাকে পেতে
এসেছি গো এই জগতে
বেধে নেব ভাগ্য আমার
বন্ধু তোমারি সাথে।
আমি শুধু তোমারি হতে
এসেছি গো এই জগতে
বেধে নেব ভাগ্য আমার
বন্ধু তোমারি সাথে।
তুমি আমার কত চেনা,
সে কি জানো না।।
এই জীবনের আশা তুমি
তুমি যে ঠিকানা।
তুমি আমার কত চেনা,
সে কি জানো না।।

Tumi Amar Koto Chena lyrics
ছায়াছবি: দোলনা
কথা: মনিরুজ্জামান মনির
সুর: আলম খান
শিল্পী: সাবিনা ইয়াসমিন
ও এন্ড্রু কিশোর

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0