তন্দ্রাহারা নয়ন আমার
Tandrahara Noyon Amar (1967)
তাল: কাহারবা
গীতিকার: মাসুদ করিম
সুরকার: সমর দাস
কণ্ঠ: হাসিনা মমতাজ
[তন্দ্রাহারা নয়ন আমার
এই মাধবী রাতে]-২
তারার কুসুম হয়ে
চায় স্বপ্ন ছড়াতে
তন্দ্রাহারা নয়ন আমার
এই মাধবী রাতে।
[বাতাসেরও ফাল্গুনী গান
দেয় মুছে সব অভিমান]-২
সুরের কাকলী তাই
চায় কণ্ঠে জড়াতে
তন্দ্রাহারা নয়ন আমার
এই মাধবী রাতে।
[উন্মন এই রাত কেন যে
মুখর এত জানি না
এই গান এই সুর
কেন যে মধুর এত জানি না]-২
[হৃদয়েরও এই কলতান
নেই কভু এর অবসান]-২
বনের পাখিরা তাই
চায় ছন্দ ঝরাতে
তন্দ্রাহারা নয়ন আমার
এই মাধবী রাতে
তারার কুসুম হয়ে
চায় স্বপ্ন ছড়াতে
তন্দ্রাহারা নয়ন আমার
এই মাধবী রাতে।
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1