চোখ দুটো আকাশের নীলে সাজানো ঠোঁটের হাসি তার চাঁদ রাঙানো
হাজার লোকের ভীড়ে অন্যন্যা
যে নিজে নিজের তুলনা
সেই মেয়েটি এমন. মায়াবী মুখটা এত মায়াময়
শিল্পীর আকা ছবি যেমনটি হয়।
একশ চূড়ি ভাঙে কথা বললে
ফুল সব ঝরে পড়ে পথ চললে।
হাজার লোকের ভীড়ে অন্যন্যা
যে নিজে নিজের তুলনা
সেই মেয়েটি এমন.
একাকী স্বপ্ন দেখে সে যখন
সুন্দর তখন যেন সারা ভুবন।
হলে অভিমানী লাগে মিষ্টি
যায় না ফেরানো যে আর দৃষ্টি
হাজার লোকের ভীড়ে অন্যন্যা
যে নিজে নিজের তুলনা
সেই মেয়েটি এমন.
চোখ দুটো আকাশের নীলে সাজানো
ঠোঁটের হাসি তার চাঁদ রাঙানো। হাজার লোকের ভীড়ে অন্যন্যা
যে নিজে নিজের তুলনা
সেই মেয়েটি এমন.
“হাজার লোকের ভীড়ে অন্যন্যা— Bappa Mazumdar
chokh duto akasher nile lyrics
shei meyeti emon lyrics
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1