হে বিশ্বাসীগণ নিজের আত্মাকে পাহারা দাও ৷ যদি তুমি ন্যায়ের অনুসরণ কর, বিপথগামীরা তোমার কোন ক্ষতিই করতে পারিবে না ৷

— আল কোরআন

ঘুমের ছায়া চাঁদের চোখে

কথাঃ প্রণব রয়
সুরকার : কমল দাশগুপ্ত
🎤তালাত মাহমুদ

ঘুমের ছায়া চাঁদের চোখে
এ মধু রাত নাহি বাকি
এ মধু রাত নাহি বাকি
মুখপানে মোর রয়েছে
জাগি মোদির তব আঁখি
মোদির তব আঁখি।।
যে আঁখিতে লাজ ছিল গো
সেথা প্রেমের ভাষাযে
আঁখিতে লাজ ছিল গো
সেথা প্রেমের ভাষা
হিয়া যে চাহে এ মধুরাতে
পরাতে তোমায় মিলন রাখি।।
আধো জোছনায় আবেশ লাগে
অধর নিরব শুধু নয়ন জাগে
আধো জোছনায় আবেশ লাগে
অধর নিরব শুধু নয়ন জাগে।।
হৃদয় কহে আমি তোমারি
নীরব ভাষায় সাথিরে ডাকি
হিয়া যে চাহে এ মধু রাতে
পরাতে তোমায় মিলন রাখি।
হয়তো এ নিশি সারা জীবনে
আসিবে না ফিরে কোনো ক্ষণে
হয়তো এ নিশি সারা জীবনে
আসিবে না ফিরে কোনো ক্ষণে।।
ক্ষণিক মিলনে মিলেছি দুজনে
রাত জাগা দুটি পাখি
রাত জাগা দুটি পাখি
হিয়া যে চাহে এ মধু রাতে পরাতে
তোমায় মিলন রাখি।।
Music
SONG
Ghoomer Chhaya Chander
ARTIST
Talat Mahmood
ALBUM
Ghoomer Chhaya Chander

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply