Be silent, Only the Hand of God Can remove The burdens of your heart.

ঘুমাও ও চাঁদ ঘুমাও

ঘুমাও ও চাঁদ ঘুমাও
Ghumao O Chand
অ্যালবাম: প্রিয়তমা মনে রেখো
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: অরূপ প্রণয়
কণ্ঠ: কুমার শানু
ঘুমাও ও চাঁদ ঘুমাও ঘুমাও ও ফুল ঘুমাও
[ঘুমাও ও চাঁদ ঘুমাও ঘুমাও ও ফুল ঘুমাও
আমরা দু’জন আজকে রাতে থাকব শুধু জেগে]-২
ও ঘুমাও ও চাঁদ ঘুমাও ঘুমাও ও ফুল ঘুমাও।
[রাতের পাখি দোহাই তোমার এবার চুপ কর(ও ও)]-২
দক্ষিণ বাতাস অনেক হলো এবার ঘুমিয়ে পড়
[(ও)আজ আমাদের চোখের পাতা]-২
কাঁপবে আবেশ লেগে
আমরা দু’জন আজকে রাতে থাকব শুধু জেগে
ও ঘুমাও ও চাঁদ ঘুমাও ঘুমাও ও ফুল ঘুমাও
আমরা দু’জন আজকে রাতে থাকব শুধু জেগে
ঘুমাও ও চাঁদ ঘুমাও ঘুমাও ও ফুল ঘুমাও।
[বুকের কথা বুকেই থাকো আর এসোনা মুখে(ও ও)]-২
বিনা কথার কথা এখন বলব মনের সুখে
[আমরা জাগি না ঘুমানো]-২
স্বপ্নেরই আবেগে
আমরা দু’জন আজকে রাতে থাকব শুধু জেগে
ও ঘুমাও ও চাঁদ ঘুমাও ঘুমাও ও ফুল ঘুমাও
আমরা দু’জন আজকে রাতে থাকব শুধু জেগে
ও ঘুমাও ও চাঁদ ঘুমাও ঘুমাও ও ফুল ঘুমাও।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply