কি হবে তারার পানে
চেয়ে খুঁজে ফেরা জীবনের মানে
কি হবে আঁধারটাকে
জড়িয়ে অভিমানে
স্মৃতিরা পিছুটানে
পুরোনো কতো সুরে আর গানে
কি হবে আর খুঁজে ভুল
জীবনের অভিধানে ।
কে বলে আমি ভালো নেই
এইতো আছি বেশ
সুরে আছি গানে নেই জীবনের মানে নেই
পথ চাওয়া নিরুদ্দেশ ।
ক্ষণিকেই আলো ক্ষণিকেই আঁধার
বেচেঁ নাও তবু ক্ষণিকেই বাঁচা
কি হবে আর হিসেব কষে জীবনে অকারন
ভেবো না মিছে একাই তুমি
স্বপ্ন গুলো আকাশচুমি
আলো আর আঁধারে কেটে যাবে তবু জীবন
একে একে বেলা শেষে মেঘেরাও যায় ভেসে
পাখিরাও উড়ে উড়ে নীড়ে ফিরে যায়
কেউ তবু কারো নয় সবই মিছে অভিনয়
ভালো থাকা না থাকা সবই মায়াময়
কে বলে আমি ভালো নেই
এইতো আছি বেশ
সুরে আছি গানে নেই
জীবনের মানে নেই
পথ চাওয়া নিরুদ্দেশ ।
Audio Credits:
Recording : Dorian Records
Mixing & Mastering : Raef Al Hasan Rafa
Video Production : The Killnick Films
Direction : Prithwi Raj & Anik Sid
Creative direction,
Typography & Graphical
Creatives : Refad Choyon
DOP : Affan Aziz Pritul & Nirob Mahmudul
Editor : Prithwi Raj & Khandoker Galib
Assistant Director : Sharukh Hossain
Drone : Tousif Mujtaba Shourin
First AD : Sayeedur Rahman Sayeed
Line Producer : Khaled Mahmood
Light Gaffer : Three star Studios
Production Manager : Bayzid
Logistics Support : Three Star Studios & Sakibur Rahman
Promotional Partner : Bangladesh Band Music Fans Community
Merchandise Partner : Heavy Metal T-shirt
Special Thanks : Bayzid
: Ashik
: Mehedi
: Zahin Rashid