If anything is worth doing, do it with all your heart.

— Buddha

কে তুমি কাছেই আছ

কে তুমি কাছেই আছ
Ke Tumi Kachei Achho
বাংলা ভজন
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: সুমিত বন্দ্যোপাধ্যায়
শিল্পী: অনুপ জলোটা
কে তুমি কাছেই আছ,
তবু জানিনা আছ কোনখানে।।
যে কথা বল তাই শুনে যাই।।
বুঝিনা তবু তার মানে।।
কে তুমি কাছেই আছ,
তবু জানিনা আছ কোনখানে।
হাতটা ধরে আমাকে চালাও,
অন্ধকারে প্রদীপ জ্বালাও।।
চোখের দেখায় দেখিনা তবু।।
এ কি খেলা কে জানে !
যে কথা বল তাই শুনে যাই।।
বুঝিনা তবু তার মানে।।
কে তুমি কাছেই আছ,
তবু জানিনা আছো কোনখানে।
জানি গো তুমি চাইবে যেদিন,
থামতে হবে আমায় সেদিন।।
পাথর চরন দাড়িয়ে যাবে।।
বেলা শেষের সন্ধানে
যে কথা বল তাই শুনে যাই।।
বুঝিনা তবু তার মানে।।
কে তুমি কাছেই আছ,
তবু জানিনা আছ কোনখানে।।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply