কেমন করে আমরা হবো সেরা মাখলুকা

কেমন করে আমরা হবো সেরা মাখলুকা

রাত পোহালে দিনের আলো
সূর্য ডুবলেই আধার,
সারাদিন কাজ করেও
মেলে না তাদের আহার।
তাদের জন্য পায় না কষ্ট
পায় না দুঃখ কেউ,
রোগে সুঃখে তাদের পাশে
থাকে না তো কেউ।
আমরাও তো হতে পারতাম
তাদেরই একজন,
মহান রবের অশেষ দয়ায়
আমাদের আছে আপন জন।
তাদের পাশে যদি না দাঁড়াই
বাড়িয়ে না দেই হাত,
কেমন করে হবো আমরা
সেরা মাখলুকাত।

মোস্তাক আহম্মেদ সাগর

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

Leave a Reply