এই মনের ভেতর লুকিয়ে রাখা
কিছু স্বপ্ন আজ মুছে দেবো
এই স্বপ্নগুলোর কালো তালিকায়
থাকতে পারে নাম তোমারও
তুমি করো না বারণ অবসান হোক
স্বপ্ন দেখার অকারণ…
সংশয়ে ভাবে মন একাকী আনমনে
অধিকারের হানা দেয় কে যেন গোপনে
তুমি কর নিরসন তোমার স্বপনে কে
করে অবাধ বিচরণ…
কোন ভুলে বারে বার ওই স্বপ্নের দেশে যাই
ফিরে আসি শূন্য দু’হাতে
তোমার মনেরই ধরণ শুধু ঠিকানা বদল
তাই করেছি এ তালিকা প্রণয়ণ
তোমার মনের বাড়িটার কাঁচের দেয়ালে
অন্য ছায়ার প্রতিফলন…
Bappa Mazumder – Kalo Talika (Official Lyrical Video)
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Leave a Reply
You must be logged in to post a comment.