If you tell the truth, you don’t have to remember anything.

— Mark Twain

কালো তালিকা

এই মনের ভেতর লুকিয়ে রাখা
কিছু স্বপ্ন আজ মুছে দেবো
এই স্বপ্নগুলোর কালো তালিকায়
থাকতে পারে নাম তোমারও
তুমি করো না বারণ অবসান হোক
স্বপ্ন দেখার অকারণ…

সংশয়ে ভাবে মন একাকী আনমনে
অধিকারের হানা দেয় কে যেন গোপনে
তুমি কর নিরসন তোমার স্বপনে কে
করে অবাধ বিচরণ…

কোন ভুলে বারে বার ওই স্বপ্নের দেশে যাই
ফিরে আসি শূন্য দু’হাতে
তোমার মনেরই ধরণ শুধু ঠিকানা বদল
তাই করেছি এ তালিকা প্রণয়ণ
তোমার মনের বাড়িটার কাঁচের দেয়ালে
অন্য ছায়ার প্রতিফলন…

Bappa Mazumder – Kalo Talika (Official Lyrical Video)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply