নিজের চিন্তা, মতামত এবং কাজকর্মকে সর্বাপেক্ষা উত্তম মনে করা এবং অন্যের সবকিছুকে তুচ্ছ জ্ঞান করার নামই আত্মপ্রশস্তি এবং ইহা একটি মারাত্মক চারিত্রিক দোষ৷

— ইমাম গাজ্জালি

কথা দাও কথা দাও আবার আসবে

কথা দাও কথা দাও আবার আসবে
কথা দাও আবার আসবে
এমনি করে ভালোবাসবে
দিন যাক সেই ভরসায়।।

এ বরষা হয় হোক সারা।
থেমে যাক এই বারিধারা

আবার নদীর কূল ভাসবে।
একদিন নব বরষায়
দিন যাক সেই ভরসায়।।

শুধু এই কথাটুকু নিয়ে।
এ বিদায় দেবো খুশী হয়ে।

আবার নয়ন দু’টি হাসবে।
স্বপ্নের এক দূরাশায়
দিন যাক সেই ভরসায়।।

লিরিক্স মান্না দে lyric Manna Dey

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply