এমন অনেক কথাই বল তুমি
মন থেকে যা বল না
আবার অনেক তোমার সত্যি কথা
আমি ভাবি ছলনা,
রেশমী চুড়ির আওয়াজ দিয়ে
কত কথা যাও যে বলে
কত কথা বলে ওঠো
কালো চোখের ঐ কাজলে
আবার কত কথা বলি বলি
বলে কিছু বল না,
ভালোবাসার কোন কথাটির
কী যে আসল মানে
ভালো যারা বেসেছে গো
তারাই শুধু জানে,
তাইতো যখন শপথ করে
বললে ভালোবাসবে না আর,
শুনে আমি বুঝে নিলাম
তুমি হলে আরও আমার,
তুমি প্রেমের পুঁথি পড়েই গেলে
অর্থ জানা হলো না।।
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1