এতো সুখ সইবো কেমন করে

এতো সুখ সইবো কেমন করে
বুঝি কান্নাই লেখা ছিল ভাগ্যে আমার
সুখেও কান্না পায় দুচোখ ভরে।।
দুখের স্রোতে ভাসা ফুল
কোনদিন পায় না তো কূল।
আমি বুঝিবা পথের ভুলে
এলাম নতুন কূলে।
এ পথ আবার দূরে যাবে কী সরে।।
স্বপ্নের মত মনে হয়
হারাবার তাই এতো ভয়।
তুবু যেটুকু পেলাম আমি
প্রানের চেয়েও দামি।
চোখের জলে সবই যাবে কী ঝরে।।

শিল্পী: নিলুফার ইয়াসমিন
কথা: মোহাম্মদ রফিকুজ্জামান
সুর: খন্দকার নুরুল আলম

eto sukh soibo kemon kore lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

36 responses to “এতো সুখ সইবো কেমন করে”

Leave a Reply