এখনো সারেঙ্গিটা বাজছে … এখনো সারেঙ্গিটা বাজছে
এখনো চেনা চেনা আতরের গন্ধ
একী রোমাঞ্চ শুধু রোমাঞ্চ
নাকি আগামী দিনের কোনো
ঝড়ের আভাস বয়ে আনছে
এখনো সারেঙ্গিটা বাজছে … এখনো সারেঙ্গিটা বাজছে
গা রে মা গা …. পা রে সা নি … গা রে মা গা
আমার নয়নে নয়ন রেখে নয়নের কথা দিয়ে গিয়েছো ডেকে
আমার নয়নে নয়ন রেখে নয়নের কথা দিয়ে গিয়েছো ডেকে
আস্বাসে বিশ্বাস হয় না আমার ভাবি
দারুন সর্বনাশ হয়তো বা আমাকেই কাছে ডাকছে
এখনো সারেঙ্গিটা বাজছে এখনো সারেঙ্গিটা বাজছে
গা রে মা গা …. পা রে সা নি … গা রে মা গা
তোমার দু হাত ধরে এগিয়ে গিয়ে
ভয় হয় শেষে যদি দাও ফিরিয়ে
নিস্বাসে সংশয় শুধুই আমার ভাবি
জীবন মরণে কেউ অকারণ তরঙ্গ তুলে যাচ্ছে
এখনো সারেঙ্গিটা বাজছে এখনো সারেঙ্গিটা বাজছে
Song – Ekhono sarengita Bajche Lyric
Original song sung by Smt Haimanti Sukla
Composer – Abhijit Bandyopadhyay
Lyricist – Biswanath Das
Label – Saregama India Limited