If you set your goals ridiculously high and it’s a failure, you will fail above everyone else’s success.

— James Cameron

একদিন মাটির ভিতরে হবে ঘর

একদিন মাটির ভিতরে হবে ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
প্রাণ পাখী উড়ে যাবে পিঞ্জর ছেড়ে
ধরাধামে সবই রবে তুমি যাবে চলে
বন্ধু বান্ধব যত
মাতা পিতা তারার সুতো
সকলই হবে তোমার পর
কেন বান্ধ দালান ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
দেহ তোমার চর্মচর গলে পঁচে যাবে
শিরা-উপ শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে
মন্ডু মেরুদন্ড সবই হবে খন্ড খন্ড
পড়ে রবে মাটির উপর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
রুপেরই গৌরবে সাজিয়াছ সাজ
সোনাদানা কত কি আর রাজকী পোষাক
যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে
গায়ে দেবে মার্কিন থান
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর ।
একদিন মাটির ভিতরে হবে ঘর

ekdin matir vitore hobe ghor lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0