Love will find its way through all languages on its own.

উদ্দীপনার ভিড়ে

উদ্ভ্রান্ত তুমি, উদ্বাহু তুমি।
চাও কার পানে?
আপনার মাঝে লুকায়িত আছো,
জ্বালাও নিজ আলো।
তিন পক্ষ কাল পাড়
করিয়া,
গুরুদেব আসিলেন মোর গৃহে।
তাহার বাসনায় দিন পাড় হইয়া,
রাত্রী ফুঁড়াইতে লাগিল।
বক্ষদেশে তাহার পদধূলি কণার,
চিন্হ খানা ফুটিয়া উঠিল।

Writer: Sudipta Ray

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply