শাওন মল্লিক
কাব্যগ্রন্থ অবান্তর নীলা
ইশ্বর তুমি নিশ্চিহ্ন করে আমায়…
দিয়ে দাও সুখ তাকে….
অকথ্য যন্ত্রণা মেশাও আমার শিরায় শিরায়….
দিয়ে দাও সে দগদগে ক্ষত আমায়…
নরকের কীটপতঙ্গ এর মতো…
জ্বালিয়ে দাও আমার শরীর….
আধমরা দীপশিখার মতো
জ্বালিয়ে রাখো আমায়….
তবুও তাকে দিয়ে দাও সুখ স্বর্গলাভ….
সে যে বড্ড পবিত্র আত্মা….
অমরত্বের নরকে প্রতিষ্ঠা করে দাও আমায়
সমস্ত বিভৎসতা দিয়ে দাও আমায়….
খিলখিল হাসিতে বিলীন করে দাও
তবুও অশ্রুসিক্ত চোখ দিয়ো না তাকে…
আমার আমিকে খুন করে দাও….
আমার মাঝে সৃষ্টি করে দাও অসুরত্ব…..
হে ইশ্বর মিনতি করি তোমায়…
তুমি নিশ্চিহ্ন করে আমায়…
দিয়ে দাও সুখ তাকে….
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Leave a Reply
You must be logged in to post a comment.