আলোর সওদাগর
খসরু পারভেজ
ফুটপাতে প্রতিদিন লোকটি সূর্যের আলোয়
সূর্যের ছবি মেলে ধরে
অসংখ্য ছবির ভিড়ে সে নিজেও ছবি হয়ে যায়
আলোয় আলোয় উজ্জ্বল হয়ে ওঠে জীবনের মুখ
কান্না ছাড়া তার ঘরে কোনো টাকাকড়ি নেই
আজন্ম হাঁপানি বুকে নিয়ে বউটি কাতর বিছানায়
মেয়েটি মাতাল স্বামীর ঘরে জখম নিয়ে বাঁচে
ছেলেটি কটন মিলের বদলী শ্রমিক
জীবনের দুঃখগুলো তবুও সে তুলে রাখে রূপোলি কৌটায়
ঘামে ভিজে দিনান্তের আহার ও পথ্য নিয়ে ঘরে ফেরে প্রতিদিন
অথচ অজস্র ঐশ্বর্যে ভরে থাকে তার ভাঙাঘর
জীবনের জোড়াসাঁকোয় দাঁড়িয়ে
প্রতিদিন নিয়তির সূর্যাস্ত দেখে লোকটি
তবুও জীবন ভরে থাকে এক আশ্চর্য আলোয়
জীবনে এতো আলোর মাধুরী কজন মাখতে পারে
সে আলোর সওদাগর
লোকটি কখনো পড়ে নি গীতাঞ্জলি
অথচ গীতাঞ্জলির গন্ধ মেখে বেঁচে থাকে বহুদিন
আলোর পশরা ছড়াতে ছড়াতে
সূর্যের বৃষ্টিতে ভিজে সে গায় সূর্যের গান
–আমারে তুমি অশেষ করেছো, এমনি লীলা তব
ফুরায়ে ফেলে আবার ভরেছো জীবন নব নব…
চন্দন নগর চৌরাস্তার মোড়ে তার শিল্পের দোকান
দোকান জুড়ে রবীন্দ্রনাথ নামের সূর্যের এক অনন্য আলো
যে আলোর উৎসবে গা ধুয়ে নাচে কালিমাখা কোলকাতা।
আলোর সওদাগর -খসরু পারভেজ
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1