The greatest glory in living lies not in never falling, but in rising every time we fall

— Nelson Mandela

আমি দুচোখ ভরে

–::শ্যামা সঙ্গীত::–
আমি দুচোখ ভরে (শ্যামা সঙ্গীত) (গায়ক: মান্না দে)

আমি দুচোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না,
আমি হাজার গান তো গেয়ে শোনাই
মায়ের গান তো গাই না|
আমি কেতাব খুলে জ্ঞান নিয়ে যাই
ভালোবাসার চেতনা চাই, (২)
শুধু যাঁর চেতনায় চেতন আমার
চিনতে তাঁকেই চাই না| (২)
আমি এই পৃথিবীর মাটি নিয়ে
করি অনেক যত্ন,
ফসল ফলাই ফুলকে ফোটাই
পাইযে মানিক রত্ন |
শুধু মার প্রতিমার মাটি আমি (২)
জানি নাকো কত দামি, (২)
এই মার মমতার কি ক্ষমতা (২)
বুঝতে আজও চাই না |

আমি দুচোখ ভরে (শ্যামা সঙ্গীত) [Aami Duchokh Bhore lyrics(Shyama Sangeet)]

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply