আমার মাঝে নেই এখন আমি
স্বপ্নের সিড়ি বেয়ে স্বর্গে নামি
যেন অন্যরকম এক ভালোবাসাতে
ডুবে আছি তুমি কাছে আসাতে
মন যেন এক উদাসী কবি
ভালো লাগে রাত ভালো লাগে চাঁদ
ভালো লাগে রে সব ই
সা সা সা সানি ধানি সা সারে সা..
ও ও ও যেদিকে তাকাই যেখানে চোখ যায়
সেখানে দেখি তোমায়
লুকোচুরি মন লুকোচুরি সুখ
লুকিয়ে রয় ভাবনায়
যেন অন্যরকম এক ভালোবাসাতে…..
হৃদয়ে কাঁপন তুলেছে হাওয়া
তুমি কি হাওয়ার নূপুর
জাগিয়ে রাখ সুখের দোলায়
আমাকে রাত্রি দুপুর
যেন অন্যরকম এক ভালোবাসাতে
ডুবে আছি তুমি কাছে আসাতে
মন যেন এক উদাসী কবি
ভালো লাগে রাত ভালো লাগে চাঁদ
ভালো লাগে রে সব ই।।
amar majhe nei ekhon ami lyrics
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1