You know you’re in love when you can’t fall asleep because reality is finally better than your dreams.

— Dr. Seuss

আমার মাঝে নেই এখন আমি

আমার মাঝে নেই এখন আমি
স্বপ্নের সিড়ি বেয়ে স্বর্গে নামি
যেন অন্যরকম এক ভালোবাসাতে
ডুবে আছি তুমি কাছে আসাতে
মন যেন এক উদাসী কবি
ভালো লাগে রাত ভালো লাগে চাঁদ
ভালো লাগে রে সব ই
সা সা সা সানি ধানি সা সারে সা..
ও ও ও যেদিকে তাকাই যেখানে চোখ যায়
সেখানে দেখি তোমায়
লুকোচুরি মন লুকোচুরি সুখ
লুকিয়ে রয় ভাবনায়
যেন অন্যরকম এক ভালোবাসাতে…..
হৃদয়ে কাঁপন তুলেছে হাওয়া
তুমি কি হাওয়ার নূপুর
জাগিয়ে রাখ সুখের দোলায়
আমাকে রাত্রি দুপুর
যেন অন্যরকম এক ভালোবাসাতে
ডুবে আছি তুমি কাছে আসাতে
মন যেন এক উদাসী কবি
ভালো লাগে রাত ভালো লাগে চাঁদ
ভালো লাগে রে সব ই।।

amar majhe nei ekhon ami lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0