You, yourself, as much as anybody in the entire universe, deserve your love and affection.

— Buddha

আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কলি

আমার মল্লিকা বনে,
যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকা বনে।
তোমারো লাগিয়া তখনি, বন্ধু
বেঁধেছিনু অঞ্জলি।
আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে,
যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকা বনে।

তখনো কুহেলী জালে সখা,
তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা,
উঠিতেছে ছলোছলি।
আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে,
যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকা বনে।

এখনো বনেরও গান,
বন্ধু হয় নি তো অবসান
তবু এখনি যাবে কি চলি।
ও মোর করুণ বল্লিকা,
ও তোর শ্রান্ত মল্লিকা
ঝরো-ঝরো হল,
এই বেলা তোর শেষ কথা দিস বলি।
আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে,
যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকা বনে।
তোমারো লাগিয়া তখনি, বন্ধু
বেঁধেছিনু অঞ্জলি।
আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে,
যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকা বনে।

Amar Mallika Bone
jokhon prothom dhoreche koli
Amar Mollika Bone
Tomari lagiya tokhoni bondhu
bedhechinu anjoli

Tokhono kuheli-jaale
sokha toruni ushar bhaley
Sishire sishire aruno-malika
uthiteche cholo-choli
Ekhono bonero gaan
bondhu hoyni to oboshan
Tobu ekhoni jabe ki cholei
O mor koruno bollika
O tor shranto mollika
Jhoro jhoro holo
Ei bela tor sesh kotha dish boli

Lyrics: Rabindranath Tagor. Rabindra Sangeet

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply