আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে বসে আছো
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেবো
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে বসে আছো
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেবো
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
আজ তোমার চোখের কোণে জল
বৃষ্টি অবিরাম কাঁদে
তোমার সাথে সাথে
(তোমার সাথে সাথে)
আমার পথে পথে
(আমার পথে পথে)
আজ তোমার চোখের কোণে জল
বৃষ্টি অবিরাম কাঁদে
তোমার সাথে সাথে
(তোমার সাথে সাথে)
আমার পথে পথে
(আমার পথে পথে)
আমি তোমার জন্য এনে দেবো
রোদেলা সে ক্ষণ
পাখিকে করে দেব তোমার আপনজন
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে
আজ তোমার জোছনা হারায় আলো
প্রজাপতির ডানায় বিষাদ করে ভর
যখন তখন
(যখন তখন)
বিষাদ করে ভর
(বিষাদ করে ভর)
আজ তোমার জোছনা হারায় আলো
প্রজাপতির ডানায় বিষাদ করে ভর
যখন তখন
(যখন তখন)
বিষাদ করে ভর
(বিষাদ করে ভর)
আমি তোমার জন্য এনে দেব
অঝোর শ্রাবণ
আকাশ ছোঁয়া জলে জোছনা
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে
আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে বসে আছো
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেবো
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
সে হাওয়ায়…
aj tomar mon kharap meye lyrics | Pori – Bappa Mazumder