অপেক্ষা

Opekkha by band Shohojia. Album:Rongmistree

যতদূর চোখ যায় ঢেউ ঢেউ
ওপারে আছো কি কেও কেও
আমি এপারে ডাকাডাকি
আর কতটা একা থাকি।।
দূর দেশ, দূর দ্বীপ কোথাও আছে কিনা জানিনা
তবুও খুঁজছি, খুঁজেই ফিরি সেই ঠিকানা
তুমি ভালো আছো নাকি
আর কতটা একা থাকি।।
সব রঙ সব রূপ চুপচাপ এঁকে যায় কোন সূর
কতো ঢেউ কতো গান আমি আর পাঠাবো কতদূর
এই সব মায়ার খেলা নাকি
আর কতটা একা থাকি ।।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

Leave a Reply