Two things are infinite: the universe and human stupidity; and I’m not sure about the universe.

— Albert Einstein

♣মহা মায়ার আকাশ♣

ঝুপ-ঝাড় রকমারি সবুজ বৃক্ষকে ভেদ করে “আকাশ” দেখা আমার নিত্য দিনের নতুন একটা মুগ্ধ কার্য। হ্যা, আমি একজন আকাশপ্রেমিক।ভালেবাসি আকাশকে। অবশ্যই ভালোবাসি বলবো না! কারণ আমার থেকে আকাশের পরিমাণ কোন ভালোবাসা দিয়া তুলনা হয় না,হয় তার চেয়েও অধিক কোন কিছুর মাত্রাকে ভেদ করে। আমরা সবাই কম আর বেশি আকাশ দেখি। আকাশ দেখা আমাদের স্বভাব না হলেও মন খারাপের দিনে আকাশ আমাদের বড্ডো প্রেরণা জোগায়। সেই হিসেবে আকাশের কাছে আমরাও কৃতজ্ঞ। সাধরনত আকাশকে যতোটা পছন্দ করি, তার চাইতেও অনেক বেশি হেইট করি মেঘকে। কারণ মেঘ আমাকে খুব এক করে দেয়। আমার ছুটে চলা জীবনের প্রতিটা ধাপই বিষন্নময়, যদি মেঘ আমায় হাতছানি দেয়। মেঘ আমায় বিষন্নতা জোগায়, মেঘ আমার মনকে আড়াল করে। আড়াল করে আমার নিত্য দিনের সঙ্গী প্রিয় আকাশকেও। মেঘ আমার মন খারাপের প্রধাণ কারণটাই। আর অন্যদিকে “আকাশ” আমার ছুটে চলা জীবনের আহ্বায়ক। উৎসাহ এবং প্রেরণা জোগায়।তার প্রধাণ আলোয় বেধে রাখে ও সতেজ করে এই আমাকে। জানি না ঐ আকাশেয় কি আছে এমন! ঐ আকাশটাও কিরকম! আমরা তো জানি ঐ আকাশটা নীল বর্ণের। কিন্তু কখনো আমরা জানি না দূর থেকে দেওয়া ওই আকাশের হাতছানিটা আসলেই কিরকম বা কেমন! যদি একবার সে কাছে আসার গল্প হতো! খুব কাছে! এমন কাছে! যে তাকে ছোয়া যায় অনায়াসে, তাহলে হয় তো আমি সর্বপ্রথম তার “মায়াটা” কেই খুজতাম। কারণ আমি বিশ্বাস করি আকাশ মায়াময়,মহা মায়ার আকাশ! মায়ার না হলেই আমাদের কাছে ততোটাও উপকৃত হতো না, যতোটা আমাদের মন কে ভালো করে!


—টি.এ.আর.কে আকাশ

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply