Be yourself; everyone else is already taken.

— Oscar Wilde

হরিণী

এই বনের পাশে দাঁড়িয়ে তোমাকে ডাকার ভাষা ভুলে গেছি
সমস্ত বুকের সবুজ ঘাস খেয়ে যাও তুমি
ডালপালা নুইয়ে ভাঙো
তোমার তীক্ষ্ণ চতুর প্রতিবাদী শিং ঘষে নাও

তোমাকে ধরার ফাঁদ বাতাসে উড়িয়ে দিই
তোমার আসার রাস্তায় ছায়া হয়ে দাঁড়াই
শিকড় ছিঁড়ে গেলেও বলি না কখনও

আমার বৃষ্টিভেজা দিন
আমার রৌদ্দুরদগ্ধ দিন
আমার উদাস চাঁদের আলো
আমার গভীর অন্ধকার
তোমাকে বোঝাব না কোনওদিন
এই বনের পাশে ফেলে যাব নীরব উচ্ছ্বাস
আর হলুদ পাতায় না লেখা চিঠি…

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply