এই বনের পাশে দাঁড়িয়ে তোমাকে ডাকার ভাষা ভুলে গেছি
সমস্ত বুকের সবুজ ঘাস খেয়ে যাও তুমি
ডালপালা নুইয়ে ভাঙো
তোমার তীক্ষ্ণ চতুর প্রতিবাদী শিং ঘষে নাও
তোমাকে ধরার ফাঁদ বাতাসে উড়িয়ে দিই
তোমার আসার রাস্তায় ছায়া হয়ে দাঁড়াই
শিকড় ছিঁড়ে গেলেও বলি না কখনও
আমার বৃষ্টিভেজা দিন
আমার রৌদ্দুরদগ্ধ দিন
আমার উদাস চাঁদের আলো
আমার গভীর অন্ধকার
তোমাকে বোঝাব না কোনওদিন
এই বনের পাশে ফেলে যাব নীরব উচ্ছ্বাস
আর হলুদ পাতায় না লেখা চিঠি…
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1